
বিনোদন
বোল্ড দৃশ্যে অভিনয়ে আর কোনো সমস্যা নেই: মিমি
ঢাকা, ১১ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
ভবিষ্যতে রূপালী পর্দায় সাহসী দৃশ্যে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।
ভারতীয় বাংলা সিনেমার পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কচ্ছেদের পর প্রথমবারের মতো খোলামেলা কথাবার্তায় এমন ঘোষণা দিলেন মিমি। খবর আনন্দবাজার পত্রিকার।
সিনেমার অভিনয়ে মিমি চক্রবর্তীর ওপর অনেক সীমাবদ্ধতা ছিল, এখন সেরকম নেই কেন, এমন প্রশ্নের জবাবে মিমি বলেন, আমার অভিনয়ে রাজের কোনো সীমাবদ্ধতা ছিল না। আমার বাবা-মায়ের তরফ থেকে অভিনয়ে সীমাবদ্ধতা ছিল।
মিমি বলেন, ইনটিমেট সিন করা নিয়ে অসুবিধা ছিল। বোল্ড দৃশ্য না করার রেস্ট্রিকশন ছিল। আজকে আমি বাবা-মাকে বুঝাতে পেরেছি যে আমি একজন অভিনেতা এবং ও রকম সিন আমাকে করতে হতে পারে। তারা বুঝতে পেরেছেন। তাই এখন আর বোল্ড দৃশ্যে অভিনয়ে কোনো সমস্যা নেই।