
ঢাকার সমস্যা সমাধানে স্মার্ট সিটি হ্যাকাথন শুরু
ঢাকা, ১১ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
বিভিন্ন উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ-তরুণীরা আজ থেকে শুরু হওয়া স্মার্ট সিটি হ্যাকাথনে রাজধানী ঢাকার বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করবেন। বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও প্রযুক্তি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাবের উদ্যোগে আয়োজিত এই স্মার্ট সিটি হ্যাকাথনের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরার জিপি হাউজে এই হ্যাকাথনের উদ্বোধন করেন মেয়র আনিসুল হক।
অনুষ্ঠানে জানানো হয়, শুক্রবার থেকে পরবর্তী ৩৬ ঘণ্টায় ঢাকা শহরের ৯টি সমস্যার উপর গবেষণা করবেন তরুণ-তরুণীরা। এগুলোর মধ্যে রয়েছে পরিচ্ছন্ন নগর, ট্রাফিক ব্যবস্থাপনা, বস্তিবাসীর উন্নয়ন ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য ঢাকাকে বাসযোগ্য করার মতো বিষয়গুলো।
এই হ্যাকাথনে অংশ নিয়েছে ৩০টি দল। প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন ও সর্বনিম্ন ২ জন করে অংশ নিয়েছেন। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে এই তরুণ-তরুণীরা তাদের উদ্ভাবনী ধারণা আইটি সফটওয়্যার বা হার্ডওয়্যার আকারে উপস্থাপন করবেন।
প্রতি দলে একজন মেন্টর থাকবেন, যিনি সেই দলকেকে তাদের ধারণা বাস্তবায়ন করতে সহায়তা করবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএনসিসি মেয়র আনিসুল হক বলেন, আমাদের যৌবনের সময় ইন্টারনেট, গ্রামীণফোন কিংবা ভাল টেকনোলজি ছিল না। এসব ছাড়াই মোটা বুদ্ধি নিয়ে আমরা মানুষ হয়েছি। তোমরা খুব ভাগ্যবান যে এ ধরনের সুযোগ পেয়েছ। তোমাদের কাছ থেকে ভালো ভালো আইডিয়া আশা করছি।
ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, নির্বাচনের আগে ঢাকাবাসীকে স্মার্ট সিটি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তবে তখন বুঝতাম না স্মার্ট সিটি কি জিনিস। শহরকে স্মার্ট করতে গিয়ে দেখলাম এই কাজ সহজ নয়। একজন মেয়র চাইলেই সবকিছু করতে পারে না। তবে আশা করছি আগামী ৬ মাসের মধ্যে ঢাকা আগের চেয়ে অনেক পরিষ্কার হবে।
উল্লেখ্য, স্মার্ট সিটি হ্যাকাথনে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন।