
মৈত্রী এক্সপ্রেসে যোগ হলো নতুন ট্রেন
ঢাকা, ১১ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
কলকাতা-ঢাকা চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের বহরে আরও একজোড়া নতুন ট্রেন যোগ হয়েছে। শুক্রবার ভারতীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা চিতপুর স্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু দিল্লি থেকে এ ট্রেনের উদ্বোধন করেন।
এসময় ভারতীয় রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৈত্রীর নতুন ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে এসে শুক্রবার বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশের দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন পৌঁছায় ।
নতুন ট্রেনে ৪৪৯টি আসন থাকলেও যাত্রার প্রথম দিনেই যাত্রী সংখ্যা ছিল ২১১ জন। এর মধ্যে ভারতীয় নাগরিক ৫৯ ছিল জন এবং বাংলাদেশী যাত্রী ছিল ১৫২ জন।
ট্রেন যাত্রী মিঠুন দাস যুগান্তরকে বলেন, নতুন ট্রেনে যাত্রা আরামদায়ক ছিল এবং সেবার মানও ছিল অনেক উন্নত। এরকম থাকলে ভবিষ্যতে যাত্রী সংখ্যা বাড়বে বলে তিনি আশা করেন।
ট্রেনটি শনিবার সকাল সোয়া ৮টায় ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বাংলাদেশে ট্রেনটির উদ্বোধন করবেন রেলমন্ত্রী মুজিবুল হক।
এ ব্যাপারে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী যুগান্তরকে বলেন, দু’দেশের যাত্রীদের মধ্যে ট্রেনটির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
যাত্রী সাধারণের সুবিধার কথা বিবেচনা করে ভারত-বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নতুন একজোড়া মৈত্রী এক্সপ্রেস যাত্রা শুরু করলো। প্রথম দিন হওয়ায় যাত্রী সংখ্যা ছিল অর্ধেক কিন্তু আশা করা হচ্ছে ক্রমান্বয়ে তা বৃদ্ধি পাবে।