আন্তর্জাতিক

মসুলে বিমান হামলায় আইএস শীর্ষ কমান্ডার নিহত

ঢাকা, ১১ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম সিনিয়র কমান্ডার মাহমুদ শুখরি আল নাইমি বিমান হামলায় নিহত হয়েছেন।

গত মঙ্গলবার (০৮ নভেম্বর) ইরাকের মসুলে এক যুদ্ধে যৌথ বাহিনীর বিমান হামলায় তার মৃত্যু হয়।

শুক্রবার (১১ নভেম্বর) ইরাকি সেনা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে নাইমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

মাহমুদ শুখরি আল নাইমি ইরাকে আইএস সামরিক শাখার অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তিনি ‘শেখ ফারিস’ নামে পরিচিত ছিলেন।

এদিকে, আইএসের পক্ষ থেকে নাইমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও তাকে ‘যুদ্ধের শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

‍ইরাকি এক সূত্র জানিয়েছে, নিহত নাইমি ইরাকের প্রয়াত সাদ্দাম হোসেন সরকারের গোয়েন্দা সংস্থার অন্যতম শীর্ষ কর্মকর্তা ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button