
‘ডুব’ বিতর্কে যা বললেন তাঁরা..
ঢাকা, ১৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
হুমায়ূন আহমেদের সৃষ্টি নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা কি অনুমতি নেন?
শীলা: ‘আজ রবিবার’ নাটকটি হিন্দিতে দেখানো হচ্ছে, অথচ আমরা জানি না! বাবার বই নিয়ে সিনেমা, নাটক হচ্ছে, আমরা জানিই না! মৃত্যুর পর তাঁর গল্প-উপন্যাসের বই প্রকাশিত হচ্ছে, আমরা কিছুই জানি না। বাবার আঁকা ছবির প্রদর্শনী হচ্ছে, অথচ আমরা জানি না। চার বছর ধরেই এমনটা চলছে। হঠাৎ ফারুকী কোনো সিনেমা বানালেন, সেখানে বাবার কোনো নাম উল্লেখ করাও হয়নি, তা নিয়ে এত বিতর্ক কেন, বুঝতে পারছি না!
শাওন: এখন পর্যন্ত হুমায়ূন আহমেদের সৃষ্টি বা লেখা নিয়ে কেউ কাজ করলে অনুমতি নিয়েই করেছেন। পরিবারের সবার কাছ থেকেই অনুমতি নেওয়া উচিত। আরেকটা কথা, হুমায়ূন আহমেদের সৃষ্টি নিয়ে কাজ করার মতো যোগ্যতাও তো থাকতে হবে।
এ ঘটনার পর ‘ডুব’ ছবির নির্মাতা ফারুকীর সঙ্গে কথা হয়েছে?
শীলা: কোনো কথা হয়নি, বলার প্রয়োজনও মনে করিনি।
শাওন: আমি তো মনে করি, ফারুকী সাহেব যদি হুমায়ূন আহমেদের জীবনী বা তাঁকে নিয়ে কিছু করেন, তাহলে কথা বলার দায়িত্বও তাঁর।
অনেকেই বলছেন, এটা মুক্তিপ্রতীক্ষিত ছবির প্রচারণার একটি কৌশল। আপনাদেরও কি তা-ই মনে হয়?
শীলা: প্রচারণার কৌশল হতেও পারে, আবার না-ও হতে পারে। আমি এটা তখনই বলতে পারতাম, যদি তাঁকে ভালোমতো চিনতাম। একটা মানুষ যখন সিনেমা বানাবেন, তখন তিনি অবশ্যই চাইবেন, সবাই দেখুক। ছবির প্রচার তো তাঁকে করতেই হবে। এখানে তাঁর ব্যবসাও জড়িত। এটা অনেকের হয়তো ভালো না-ও লাগতে পারে, কিন্তু দোষারোপ তো করতে পারব না।
শাওন: ফারুকী সাহেবের সঙ্গে আমার কখনো দেখা হয়নি। এই সৌভাগ্য হয়তো হুমায়ূন আহমেদেরও হয়নি (হাসি)। তাই উনি কী কারণে কী করতে পারেন, সে ধারণাও আমার নেই। উনি যেমন পরিষ্কার করে বলে দিয়েছেন বায়োপিক বানাচ্ছেন না, ঠিক তেমনি হুমায়ূন আহমেদ যে এই ছবিতে কোনোভাবে সম্পৃক্ত নন, সেই বিষয়টিও নিশ্চিত করার দায়িত্ব তাঁর। পরিষ্কার করে বলে দেওয়া উচিত, হুমায়ূন আহমেদের সঙ্গে ‘ডুব’ ছবির কোনো সম্পর্ক নেই।