সাক্ষাৎকার

‘ডুব’ বিতর্কে যা বললেন তাঁরা..

ঢাকা, ১৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ভারতের পশ্চিমবঙ্গের একটি দৈনিকে প্রকাশিত হয়েছে, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘ডুব’-এ হ‌ুমায়ূন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান। এরপর থেকে চারদিকে শুরু হয় আলোচনা। ‘ডুব’ কি সত্যিই বাংলাদেশের জনপ্রিয় এই লেখকের জীবনী নিয়ে নির্মিত? এই প্রশ্নের জবাবে ছবির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী তিশা সাফ বলে দেন, ‘না’। গতকাল রোববার সকালে এ প্রসঙ্গে মতামত জানান হ‌ুমায়ূন আহমেদের প্রথম পক্ষের মেয়ে শীলা আহমেদ ও স্ত্রী মেহের আফরোজ শাওন


কীভাবে জানলেন ‘ডুব’ ছবিতে হ‌ুমায়ূন আহমেদ প্রসঙ্গটি আছে?
শীলা: আনন্দবাজার পত্রিকার একজন সাংবাদিক ফোন করে বললেন, ‘ডুব’ সিনেমা নাকি আমার বাবা হ‌ুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে বানানো। তখন আমি বললাম, সিনেমাটা যেহেতু এখনো মুক্তিই পায়নি, তাই এ বিষয়ে কিছু বলতেও পারছি না।
শাওন: আনন্দবাজার পত্রিকার সাংবাদিককে বললাম, হ‌ুমায়ূন আহমেদের ওপর এ রকম একটা ছবি হচ্ছে, আপনার কাছেই প্রথম শুনলাম। এ নিয়ে আমার কোনো ধারণাই নেই। ডুব ছবির পরিচালকের সঙ্গে কখনো হ‌ুমায়ূন আহমেদের দেখা হয়েছে বলে আমার মনে হয় না।

হ‌ুমায়ূন আহমেদের সৃষ্টি নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা কি অনুমতি নেন?
শীলা: ‘আজ রবিবার’ নাটকটি হিন্দিতে দেখানো হচ্ছে, অথচ আমরা জানি না! বাবার বই নিয়ে সিনেমা, নাটক হচ্ছে, আমরা জানিই না! মৃত্যুর পর তাঁর গল্প-উপন্যাসের বই প্রকাশিত হচ্ছে, আমরা কিছুই জানি না। বাবার আঁকা ছবির প্রদর্শনী হচ্ছে, অথচ আমরা জানি না। চার বছর ধরেই এমনটা চলছে। হঠাৎ ফারুকী কোনো সিনেমা বানালেন, সেখানে বাবার কোনো নাম উল্লেখ করাও হয়নি, তা নিয়ে এত বিতর্ক কেন, বুঝতে পারছি না!
শাওন: এখন পর্যন্ত হ‌ুমায়ূন আহমেদের সৃষ্টি বা লেখা নিয়ে কেউ কাজ করলে অনুমতি নিয়েই করেছেন। পরিবারের সবার কাছ থেকেই অনুমতি নেওয়া উচিত। আরেকটা কথা, হ‌ুমায়ূন আহমেদের সৃষ্টি নিয়ে কাজ করার মতো যোগ্যতাও তো থাকতে হবে।

এ ঘটনার পর ‘ডুব’ ছবির নির্মাতা ফারুকীর সঙ্গে কথা হয়েছে?
শীলা: কোনো কথা হয়নি, বলার প্রয়োজনও মনে করিনি।
শাওন: আমি তো মনে করি, ফারুকী সাহেব যদি হ‌ুমায়ূন আহমেদের জীবনী বা তাঁকে নিয়ে কিছু করেন, তাহলে কথা বলার দায়িত্বও তাঁর।

অনেকেই বলছেন, এটা মুক্তিপ্রতীক্ষিত ছবির প্রচারণার একটি কৌশল। আপনাদেরও কি তা-ই মনে হয়?
শীলা: প্রচারণার কৌশল হতেও পারে, আবার না-ও হতে পারে। আমি এটা তখনই বলতে পারতাম, যদি তাঁকে ভালোমতো চিনতাম। একটা মানুষ যখন সিনেমা বানাবেন, তখন তিনি অবশ্যই চাইবেন, সবাই দেখুক। ছবির প্রচার তো তাঁকে করতেই হবে। এখানে তাঁর ব্যবসাও জড়িত। এটা অনেকের হয়তো ভালো না-ও লাগতে পারে, কিন্তু দোষারোপ তো করতে পারব না।
শাওন: ফারুকী সাহেবের সঙ্গে আমার কখনো দেখা হয়নি। এই সৌভাগ্য হয়তো হ‌ুমায়ূন আহমেদেরও হয়নি (হাসি)। তাই উনি কী কারণে কী করতে পারেন, সে ধারণাও আমার নেই। উনি যেমন পরিষ্কার করে বলে দিয়েছেন বায়োপিক বানাচ্ছেন না, ঠিক তেমনি হ‌ুমায়ূন আহমেদ যে এই ছবিতে কোনোভাবে সম্পৃক্ত নন, সেই বিষয়টিও নিশ্চিত করার দায়িত্ব তাঁর। পরিষ্কার করে বলে দেওয়া উচিত, হ‌ুমায়ূন আহমেদের সঙ্গে ‘ডুব’ ছবির কোনো সম্পর্ক নেই।

Show More

আরো সংবাদ...

Back to top button