আন্তর্জাতিক

ব্যাংকের লাইনে রাহুল গান্ধী

ঢাকা, ১৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

সম্প্রতি ভারতে কালো টাকা রোধে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেছে দেশটির সরকার। এর ফলে ভোগান্তিতে পড়েছেন দেশটির সাধারণ জনগণ। এবার নোট নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শরিক হতে নিজেই ব্যাংকের লাইনে দাঁড়ালেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। রাজা-উজির বা ফকির, ধনী-গরিব কোনও ব্যবধান নেই সেখানে।

শুক্রবার (১১ নভেম্বর) সাধারণ মানুষকে চমকে দিয়ে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রাহুল গান্ধীকে।

দিল্লিতে পার্লামেন্ট স্ট্রিটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়ে লম্বা লাইনে রাহুল দাঁড়িয়ে রইলেন বেশ হাসিমুখেই। মঞ্চে ভাষণের সময় যতই মোদিকে আক্রমণ করুন না কেন, এদিন কিন্তু দিব্যি লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায় কংগ্রেস-যুবরাজকে।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় ব্যাংক থেকে টাকা তোলা ছাড়া উপায় নেই। নিজেই সে কথা বললেন, ‘আমি ৪০০০ টাকা তুলতে এসেছি’। সঙ্গে অবশ্য জুড়ে দিলেন, ‘আমার গরিব ভাই-বোনেদের কষ্ট হচ্ছে। আমি তাদের সঙ্গে এখানে দাঁড়াতে এসেছি।’

এদিকে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়ালেও নিরাপত্তারক্ষীরা আগাগোড়াই ঘিরে ছিলেন রাহুল গান্ধীকে। তার মধ্যেই অনেকের আবদারে হাসিমুখে সেলফির জন্য পোজ দিলেন। এসময় ছেঁকে ধরে সংবাদমাধ্যমও।

সংবাদমাধ্যমকে তিনি জানালেন, তুঘলকি নিয়ম চালু করেছেন মোদিজি। প্রত্যেকে এই সিদ্ধান্তের ফলে ভুগছেন।

ব্যাংকের লাইনে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে রাহুল আরও বলেন, ‘কোনও স্যুট-বুট পরা লোক দেখছেন লাইনে? কোনও একজন কোটিপতিকেও কি দেখা যাচ্ছে? গরিব মানুষের কষ্ট হচ্ছে, তাই তাদের পাশে দাঁড়াতে আমি লাইনে দাঁড়িয়েছি।’

এর আগেও মোদি সরকারকে বারবারই ‘স্যুট বুট কি সরকার’ বলে খোঁচা দিয়ে এসেছেন রাহুল। এ দিনও তার দাবি, তিনি আসার আগে এটিএমে ভিড় করা সাধারণ মানুষকে ব্যাংকে ঢুকতেই দেওয়া হচ্ছিল না। তাকে দেখে সকলকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

Show More

আরো সংবাদ...

Back to top button