
খেলাধুলা
সাকলাইনকে রেখে দিল ইংল্যান্ড
ঢাকা, ১৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
চুক্তি ছিল রাজকোটে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট পর্যন্ত ইংল্যান্ড দলের স্পিন-বোলিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন সাকলাইন মুশতাক। কিন্তু প্রথম টেস্ট শেষ হওয়ার আগেই পাকিস্তানের সাবেক স্পিন গ্রেটের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়াল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। মোহালিতে তৃতীয় টেস্ট পর্যন্ত ইংলিশদের সঙ্গে থাকবেন সাকলাইন।
মূলত দলের তিন স্পিনারের উন্নতি নজর কেড়েছে বলেই সাকলাইনের সঙ্গ আরও কিছুদিনের জন্য চাইল বোর্ড। তবে ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে সাবেক পাকিস্তানি তারকার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে শঙ্কায় ছিল ইসিবি। সেটারও সমাধান হয়েছে জানায় তারা।