খেলাধুলা

গেইলকে ছাড়িয়ে গেলেন সাব্বির

ঢাকা, ১৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

বিপিএলের সর্বোচ্চ রানের ইনিংসটি এতদিন ছিল ক্রিস গেইলের। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নাসের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’। বিপিএলে এটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ।

রাজশাহী কিংসের ক্রিকেটার সাব্বির রহমান মিরপুরে আজ (১৩ নভেম্বর) ছাড়িয়ে গেলেন গেইলের তিন মৌসুম ধরে রাখা কীর্তিটি। চতুর্থ আসরে এসে বরিশাল বুলসের বিপক্ষে নিজেকে নিয়ে যান নতুন উচ্চতায়।

অর্ধশতক তুলতে ২৬টি বল খেলেন সাব্বির। আরো ২৭ বলে ক্যারিয়ারের প্রথম বিপিএল উদযাপনে মাতেন এ ‘হার্ডহিটার’।

ইনিংসের ১৬তম ওভারে সাব্বিরকে ডেভিড মালানের ক্যাচবন্দি করেন পেসার অাল আমিন হোসেন। তার আগে বরিশাল বোলারদের ওপর দিয়ে রীতিমতো ‘স্টিমরোলার’ চালান রাজশাহী আইকন। ঝড়ো ব্যাটিংয়ে ৬১ বলে ১২২ রানের চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন। তাতে ছিল সমান ৯টি চার ও ৯টি ছক্কার মার।

Show More

আরো সংবাদ...

Back to top button