
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬৬ অবৈধ অভিবাসী আটক
ঢাকা, ১৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
বাংলাদেশিসহ ৬৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। দেশটির ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, পেনাং ও ক্লান্তান রাজ্যের গুয়াতা মাছাং এলাকায় বিভিন্ন বাসাবাড়ি ও নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ক্লান্তান রাজ্যের ইমিগ্রেশন বিভাগের উপসহকারী পরিচালক, আব্দুর রহমান হামিদ বলেন, গুয়াতা মাছাংয়ের পুরনো রেলস্টেশনের কাছে নির্মাণ প্রকল্পে ও তানা পুতি এলাকার বিভিন্ন বাসাবাড়িতে স্থানীয় সময় শনিবার রাত ১টায় শুরু করে রোববার সকাল ৭টা পর্যন্ত ৫০ জনের অধিক পুলিশ কর্মকর্তার সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনার সময় অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। গ্রেফতারকৃত ৫০ অবৈধ অভিবাসীদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩২, বাংলাদেশি ১৫, মিয়ানমার ১, পাকিস্তান ১ ও থাইল্যান্ডের ১ নাগরিক রয়েছে।
এছাড়া পেনাং রাজ্যের বুকিত মারতাজাম কাঁচাবাজারে শনিবার অভিযান চালিয়ে ১৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ।
রাজ্যের ইমিগ্রেশন বিভাগের মুখপাত্র খাজা বান্দে নাভাজ বলেন, আটক অভিবাসীরা স্থানীয় একটি কাঁচাবাজারে অবৈধভাবে স্টল বসিয়ে দীর্ঘদিন ধরে বেচাকেনা করে আসছিলেন। গত ১২ নভেম্বর সকাল থেকে ইমিগ্রেশন বিভাগ ও স্থানীয় পৌরসভার ২২ জন পুলিশ কর্মকর্তা স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ক্রেতা সেজে কাঁচাবাজারের ভেতর প্রবেশ করে দুটি মাছের, একটি ফলের স্টল এবং একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
প্রথমে বাংলাদেশি, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার ১৯ জনের কাগজপত্র চেক করা হয়। তার মধ্যে ১৬ জনের কাছে মালয়েশিয়ায় বসবাস কিংবা ব্যবসাসংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। এ সময় তাদের সব মালামালও বাজেয়াপ্ত করা হয়।
আটককৃতদের ইমিগ্রেশন আইনের অধীনে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।