জাতীয়

বিএসটিআই’র নতুন মহাপরিচালক সাইফুল হাসিব

ঢাকা, ১৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

দেশের জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হাসিব। রবিবার তিনি বিএসটিআইতে যোগদান করেন।
এর আগে, সাইফুল প্রাইভেটাইজেন কমিশনের পরিচালকসহ (অতিরিক্ত সচিব) বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রাইভেটাইজেশন কমিশন এবং বিনিয়োগ বোর্ড একীভূত হবার কারণে দুই মাস তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ছিলেন।
ইংরেজি সাহিত্যের ছাত্র মো. সাইফুল হাসিব ১৯৮২ সালে রেগুলার ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৮৪ সালে তিনি চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি বিভিন্ন প্রশিক্ষণ এবং কোর্স সম্পন্ন করেন। ২০০৯ সালে তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। ১৯৫৪ সালে বর্তমান মাগুরা জেলার শালিখা থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে এবং এক ছেলের বাবা।

Show More

আরো সংবাদ...

Back to top button