
জাতীয়
সিলেট বিভাগে মৃদু ভূমিকম্প অনুভূত
ঢাকা, ১৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
বৃহত্তর সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ২মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতংক ছড়িয়ে পড়ে। এসময় অনেককে ঘর থেকে বের হয়ে আসতে দেখা যায়।
তবে কোথায়ও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পের পরিমাণ ছিল রিখটার স্কেলে ৪.৬ মাত্রার। এর উৎপত্তিস্থল সিলেটেই।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।