
বঞ্চিতদের দেয়া হবে টাইম স্কেল
ঢাকা, ১৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার ফলে পুরনো পদ্ধতি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড এবং ইনক্রিমেন্ট (বেতন বর্ধিত) সুবিধা বাতিল হয়েছিল। এতে বঞ্চিত হন বহু কর্মকর্তা কর্মচারী। এখন সেই বঞ্চিত কর্মকর্তা কর্মচারীদেরকে টাইম স্কেল সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি পেনশনভোগীদেরকে পহেলা বৈশাখের উৎসব ভাতা দেওয়া হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সপ্তম বেতন কাঠামোর বিধান অনুযায়ী চলতি বছরের ৩০ জুনের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারীর টাইম-স্কেল পাওয়ার কথা ছিল, তারা এ সুবিধা পাবেন।
এছাড়া দেশে এখন পেনশনভোগীর সংখ্যা প্রায় চার লাখ। তাদেরকে পহেলা বৈশাখের উৎসব ভাতা প্রদান করার প্রক্রিয়া হাতে নিয়েছে সরকার।
ওই সূত্রে আরো জানা যায়, ইতোমধ্যে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল এবং বৈশাখী ভাতা দেয়া সংক্রান্ত দুটি প্রস্তাব তৈরি করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এরই মধ্যে উৎসব ভাতা সংক্রান্ত প্রস্তাবে সম্মতি দিয়েছেন। আর টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের প্রস্তাবের ওপর প্রয়োজনীয় পর্যালোচনা করে সুপারিশের নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের।