জাতীয়

এস এম ইউসুফের মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক

ঢাকা, ১৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

চট্টগ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস এম ইউসুফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এস এম ইউসুফ দীর্ঘদিন যাবত চোখ ও হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগ পুনর্গঠনে ‘শামীম ভাই’ ছদ্মনামে বলিষ্ঠ অবদান রাখেন এস এম ইউসুফ। প্রাক্তন এই ছাত্রনেতা একাধারে মেধাবী ও জ্বালাময়ী বক্তা ছিলেন। তবে দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন এই প্রথাবিরোধী নেতা।

Show More

আরো সংবাদ...

Back to top button