রাজনীতি

ফেনীতে যুবদল নেতা গ্রেফতার

ঢাকা, ১৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ফেনী জেলা যুবদলের জেষ্ঠ্য সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য মাইন উদ্দিন আনসারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে শহরের মহীপাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফেনী জেলা ডিবি পুলিশ পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, মাইন উদ্দিনের বিরুদ্ধে একটি জিআর মামলায় এক বছরের সাজা ও হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় মামলা রয়েছে।

তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান।

Show More

আরো সংবাদ...

Back to top button