রাজনীতি

‘সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিহ্নিতের অপচেষ্টা চলছে’

ঢাকা, ১৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু বলেছেন, স্বার্থান্বেষী রাজনৈতিক মহল বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র সফল হতে দিবে না।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি)।

নিলু বলেন, আমাদের দেশকে যেসব স্বার্থান্বেষী সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে চিহ্নিত করতে অপচেষ্টা চালাচ্ছে দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে তা ব্যর্থ করে দেবে।

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি চারণ করে শওকত হোসেন নিলু বলেন, তার মত একজন নেতার এখন বেশি প্রয়োজন। তার ত্যাগ, চিন্তা, শিক্ষা ও আদর্শ আজো আমাদের রাজনীতি করতে সহায়তা করে। তাই আমাদেরকে ভাসানীর জীবন আদর্শে শিক্ষা গ্রহণ করতে হবে।

বিআইপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মজলিস, মহাসচিব মিজানুর রহমান মিজু, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব আব্দুল হাই মন্ডল, আয়োজক পার্টির সাংগঠিন সম্পাদক এস এম রেজাউল ইসলাম প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button