
সমালোচনাকারীদের কারণে আজ আমি এত দূর এসেছি: আলী জী স্টার
ঢাকা, ১৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
আলী জী স্টার অনেকেই এই নামে নাও চিনতে পারেন কিন্তু ‘আমকে কেউ থামাইতে পারবে না!’ বা ‘ইটস মাই সিটি’ এবার নিশ্চয় একটু হলেও চিনতে পারছেন। হ্যাঁ যার কথা বলছি তিনি ফেসবুক নিজের গাওয়া একটি র্যাপ গান আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছেন সাথে হয়েছেন সমালোচিতও। এতাটাই আলোচনায় এসেছেন যে দেশের খ্যাতনামা মিডিয়া ব্যক্তিরা প্যারোডি করছেন তাকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সেই আলী জী স্টার সম্প্রতি এসেছিলেন ঢাকায়। তখন তিনি কথা বলেছেন তার আলোচনায় আসার কারণসহ ব্যক্তিগত নানা বিষয়ে।
কেমন আছেন?
আলহামদুলিল্লাহ্ ভালো আছি।
আপনার ব্যক্তিগত জীবন নিয়ে যদি কিছু বলতেন?
আমি ফরিদপুর থাকি আর ফরিদপুর রাজেন্দ্র কলেজে ডিগ্রি ফাস্ট ইয়ারে পড়ালেখা করছি।
আপনার সবচেয়ে জনপ্রিয় ডায়লগ ‘কেউ থামাইতে পারবে না!’ যার দ্বারা আপনি ইউটিউব বা ফেসবুকে ব্যাপক জনপ্রিয়। সে ডায়লগের পেছনের গল্প শুনতে চাই।
আমার প্রথম ভিডিও ফেসবুকে আপ হওয়ার পর সবাই সেটা নিয়ে মজা নিচ্ছিলো তাই পরের ভিডিওতে আমি ওই (আমাকে কেউ থামাইতে পারবে না!) ডায়লগটা বালি।
আপনার এই ‘কেউ থামাইতে পারবে না!’ সহ অন্য ডায়লগ নিয়ে এখন দেশের খ্যাতনামা মিডিয়া ব্যক্তিরা প্যারোডি করছে। বিষয়টা কীভাবে দেখছেন?
বিষয়টি আমার ভালোই লাগে। দেশের বড় বড় স্টাররা আমার এইসব ডায়লগের মাধ্যমে আমাকে চেনে এই ব্যপারটা আমার ভাল লাগে।
আপনি কখন থেকে র্যাপ গান গাওয়া শুরু করেন?
আমি ছোটবেলা থেকেই র্যাপ গান শুনি। তারপর বড় হয়ে নিজে নিজে গাওয়ার চেষ্টা করি। এভাবেই শুরু বলতে পারেন।
আপনার কি র্যাপ গানের ওপর কোন ধারণা বা আলাদা কোন শিক্ষা আছে?
না তেমন কোন শিক্ষা নাই। আমি নিজে শুনে তারপর চেষ্টা করেছি নিজে গাওয়ার। এভাবেই…
সম্প্রতি ঢাকায় আসলেন এবং একটি বেসরকারি রেডিওতে অতিথি হয়েছিলেন সে ব্যাপারে জানতে চাচ্ছি।
প্রথমত আমি ঢাকায় না আসলে জানতেই পারতাম না যে আমাকে এত মানুষ চেনে। দেশের প্রথম সারির ইউটিবারও আমাকে চেনে এবং আমার সাথে ফেসবুক লাইভে যায় যা আমার জন্য খুবই আনন্দের। নিজের ছোট শহর ছেড়ে না গেলে এই বিষয়টা উপলব্ধি করতে পারতাম না। আর বেসরকারি রেডিওতে অতিথি হয়েছিলাম তাদের আমন্ত্রণে।
ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি বেশ সমালোচিত এবং আলোচনায় এসেছেন এই সমালোচনার জন্যই। এ ব্যাপারে কি বলবেন?
আমকে নিয়ে দশজন ভাবে সে কারণে আমাকে নিয়ে সমালোচনা হয়। মানুষ নতুন কিছু করে তাকে নিয়েই মানুষ সমালোচনা করে। আর সমালোচনাকারীদের বলবো আরো সমালোচনা করতে। কারণ তাদের কারণে আজ আমি এত দূর এসেছি। আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা আমি বিশ্বাস করি।
পরবর্তীতে কি পরিকল্পনা?
ইনশাল্লাহ ইচ্ছা আছে ভাল কিছু করার। ইতিমধ্যে একটা অ্যালবামে কাজ করেছি। আর আল্লাহ যদি চান পরবর্তীতে আরও ভাল কিছু করবো।
অন্যদের যদি কিছু বলার থাকে?
দোয়া করবেন যেন ভাল কিছু করতে পারি।