বিনোদন

স্কুলের বাথরুমে ঘুমাতেন আলিয়া

ঢাকা, ১৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তার শৈশবের দুরন্তপনার মজার তথ্য জানিয়েছেন। তিনি স্কুলের বাথরুমে লুকিয়ে ঘুমাতেন। এজন্য ধরা পড়ে শাস্তিও পেতে হয়েছে তাকে।

শিশু দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে নিজের মুখেই এ কথা স্বীকার করলেন আলিয়া।

মুম্বাইয়ের ধারাভি বস্তির টোকাই শিশুদের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন আলিয়া। তখন স্কুলজীবনের সব মজার অভিজ্ঞতার কথা বলেন তিনি।

‘ডিয়ার জিন্দেগি’র নায়িকা বলেছেন, প্রতি সপ্তাহে তাকে স্কুলের ডেস্ক পরিষ্কার করতে হতো। কারণ স্কুলের বাথরুমে গিয়ে তিনি লুকিয়ে লুকিয়ে ঘুমাতেন। একদিন শিক্ষিকা দেখে ফেলেন তাকে। শাস্তিস্বরূপ তাকে এক সপ্তাহের জন্য ডেস্ক পরিষ্কার করতে হয়।

আলিয়ার এখন উপলব্ধি ক্লাস চলাকালীন ঘুমিয়ে পড়া মোটেই ভাল করেননি তিনি। তার পরামর্শ, ক্লাসে মোটেই ঘুমিও না, সেজন্য বাড়ি তো আছেই।

আলিয়ার নতুন চলচ্চিত্র ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তি পাবে ২৫ নভেম্বর। এতে তার বিপরীতে রয়েছেন শাহরুখ খান ও অঙ্গদ বেদী।

এছাড়াও আলিয়া কাজ করছেন বরুণ ধবনের বিপরীতে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ চলচ্চিত্রে। সূত্র: এবেলা

Show More

আরো সংবাদ...

Back to top button