প্রবাসের খবর

পর্তুগালে বাংলাদেশি অভিবাসীদের অান্দোলনে ২৭ দেশের সংহতি

ঢাকা, ১৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

বৈধ অভিবাসীর স্বীকৃতির দাবিতে ফের অান্দোলনে নেমেছে পর্তুগালে বসবাসরত হাজারো বাংলাদেশি অভিবাসী। বাংলাদেশি অভিবাসীদের অধ্যুষিত এলাকা মার্তৃম মনিজ পার্ক থেকে রোববার স্থানীয় সময় দুপুর ২টা  থেকে গণজমায়েত বাড়তে থাকে। এবারের অান্দোলনে পর্তুগালের বিভিন্ন শহর থেকে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি যোগ দেন।

এবারের অান্দোলনে সংহতি প্রকাশ করে যোগ দেন এশিয়া ও অাফ্রিকার প্রায় ২৭টি দেশের অভিবাসী। অভিবাসীদের বিশাল মিছিল লিসবন শহরের মার্তৃম মনিজ পার্ক থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অভিবাসীরা অবস্থান নেন এবং স্লোগানের তাদের দাবিগুলো উত্থাপন করতে থাকেন।

portugal

বাংলাদেশের কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে রানা তসলিম উদ্দিন, জহিরুল অালম জসিম, জাহাঙ্গীর অালম, অাবুল কালাম অাজাদ, শওকত ওসমান, মনজুরুল হোসেন জিন্নাহ, জহির উদ্দিন, সোলেমান মিয়াসহ অারো অনেকে উপস্থিত ছিলেন।

একদিকে অভিবাসীরা যখন শান্তিপূর্ণ অান্দোলন করছে ঠিক তখনই পর্তুগালের কট্টরপন্থী রাজনৈতিক দল `পিএনঅার` এর কিছু সংখ্যক কর্মী অান্দোলনকারীদের উপর অনাকাঙ্ক্ষিত হামলা করে বসে, তখন পুলিশ দুই `পিএনঅার` কর্মীকে গ্রেফতার করে এবং কঠোর নিরাপত্তায় অভিবাসীদের শান্তিপূর্ণ অান্দোলনের সুযোগ করে দেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর পর্তুগিজ পার্লামেন্টের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ পালন করেন অভিবাসীরা। সেখানে অান্দোলনের নেতৃত্ব দেয়া সংগঠন `সলিদারিটি ইমিগ্রান্ট` এর পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো।

Show More

আরো সংবাদ...

Back to top button