
ভূমিকম্পের কবলে সিদ্ধার্থ
ঢাকা, ১৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
নিউজিল্যান্ডের ট্যুরিজম বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। এর প্রচারণায় এই মুহূর্তে তিনি অবস্থান করছেন নিউজিল্যান্ডে। ওদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে নিউজিল্যান্ডে কয়েকবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওখানকার এমন বিপদজনক পরিস্থিতিতে কেমন আছেন এই তারকা! এই প্রশ্নের জবাব দিলেন নায়ক নিজেই। টুইটারে লিখেছেন, তিনি সুস্থ আছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভক্তদের উদ্দেশ্যে অভিনেতা সিদ্ধার্থ লিখেছেন, ‘নিউজিল্যান্ডের ভয়াবহ ভূমিকম্পের সংবাদ পেয়ে ঘুম থেকে উঠলাম। এখানে আমরা সবাই ভাল আছি।’ সেই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের জন্য সবাইকে প্রার্থনা করার জন্য অনুরোধ করেন।
রোববার ১৩ নভেম্বর রাত ১১ টা ২ মিনিটে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কাছে ৭.৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এছাড়া ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পে দেশটির উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত করে। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আরো বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে দেশটিতে যা আগেরগুলোর তুলনায় বিপদজনক হতে পারে। যে কারণে দেশটিতে সুনামি সতর্কতাও জারি করা হয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস