জেলার সংবাদ

নান্দাইলে টমটমসহ ১৫শ’ কেজি দশ টাকার চাল জব্দ

ঢাকা, ১৭ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের একটি সড়ক থেকে পুলিশ টমটমসহ ১৫০০ কেজি দশ টাকার চাল জব্দ করেছে। বুধবার সকালে পুলিশ চাল আটক করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে—হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চাল বিতরণ না করে কালো বাজারে বিক্রি করার চেষ্টা করছিল চক্রটি। এ ঘটনায় টমটম চালক ওমর আলীকেও আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে—ওই এলাকার মধুপুর বালিপাড়া সড়ক দিয়ে টমটমে করে ৩০ বস্তা চাল নিয়ে যাচ্ছিল। এ সময় এলাকার লোকজনের সন্দেহ হলে তারা টমটমভর্তি চাল আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। ইউএনও শাহানুর আলমের নির্দেশে নান্দাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালভর্তি টমটমসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে।

টমটমের চালক ওমর আলী (২৮) বলেন, ‘এলাকার বীরখামাটখালি বাজার থেকে জনৈক ব্যবসায়ী চালভর্তি করে পাশের গফরগাঁও উপজেলায় নিয়ে যাওয়ার জন্য বলে।’

এলাকার লোকজন জানান, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী সুবিধাভোগীদের না দিয়ে সরকারি বস্তা পরিবর্তন করে কৌশলে প্লাস্টিকের বস্তায় (৫০ কেজি) ভরে পাচারের চেষ্টা চলছিল। জনতা টের পেয়ে তা আটকে দেয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘বিষয়টি খাদ্য কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তারাই তদন্ত করে বের করবে চালগুলো কোন ডিলারের কাছ থেকে বের হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Show More

আরো সংবাদ...

Back to top button