
কালীগঞ্জে পুলিশ পরিচয়ে আ.লীগ নেতাকে অপহরণ
ঢাকা, ১৭ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেনকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ৮টার দিকে নিজ গ্রাম খামারমুন্দিয়া থেকে ৬-৭ জন লোক একটি মাইক্রোবাসে করে ইসরাইল হোসেনকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ ইসরাইলের ভাতিজা জামাল হোসেন জানান, গ্রামের পাশে দুলালমুন্দি বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইসরাইল হোসেন। রাত ৮টার দিকে গ্রামের মাদরাসার সামনে পৌঁছালে আগে থেকে মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের পুলিশ তাকে তুলে নিয়ে যায়।
এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাশের বাড়ির একটি ছেলের কাছে রেখে যায়। পরিবারের সদস্যরা কালীগঞ্জ থানায় খোঁজ নিতে গেলে পুলিশ তাকে আটক করেনি বলে জানানো হয়।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তার পরিবারের লোকজন থানায় এসেছিল। সংবাদ পাওয়ার পর আমরা ইসরাইল হোসেনের খোঁজে অভিযান শুরু করেছি।