আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন জাপানের প্রধানমন্ত্রী

ঢাকা, ১৭ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

প্রথম বিদেশি নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজে অ্যাবে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে অ্যাবে তার বক্তব্যে জানান, ‘বিশ্বাস স্থাপন’ এবং ‘বিশ্বশান্তি ও প্রবৃদ্ধি লক্ষ্যে একত্রে কাজ করতে’ তিনি এই সফরে যাচ্ছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানের নিকটতম বন্ধু রাষ্ট্র হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ পরবর্তী জাপানের অর্থনীতিকে চাঙ্গা রাখতে বেশ কাছ থেকে কাজ করেছে যুক্তরাষ্ট্র। আর সে কারণেই যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে পরিবর্তন আনার বিষয়টি নিয়ে আলোচনার জন্য নিউ ইয়র্কে সফর করছেন শিনজে অ্যাবে।
যুক্তরাষ্ট্রের সৈন্য নিজেদের ভূমিতে ব্যবহারের জন্য জাপানকে অর্থ প্রদান করা উচিত বলে নির্বাচনী প্রচারণায় সময় জানায় ডোনাল্ড ট্রাম্প। ওবামা সরকারের আমলে জাপান সহ প্যাসেফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে হওয়া একটি চুক্তিতেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। আর সে কারণেই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে জাপানের প্রধানমন্ত্রীর কপালে।

অবশ্য অ্যাবের এই সফর নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে আছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, এখনও অনেক কিছু অস্পষ্ট আমাদের কাছে। তবে প্রেসিডেন্ট পরিবর্তনের এই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিশ্চিত করতেই এই সফর করছেন প্রধানমন্ত্রী। বিবিসি।

Show More

আরো সংবাদ...

Back to top button