
নারী কেলেঙ্কারি মামলা, ২ লাখ টাকায় মীমাংসা!
ঢাকা, ১৭ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
বগুড়ার সান্তাহারের পশ্চিম লোকো কলোনিতে বেলাল হোসেন নামে এক স্বাস্থ্য সহকারীর নারী কেলেঙ্কারি মামলা দুই লাখ টাকার বিনিময়ে মীমাংসা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সান্তাহার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার মধ্যস্থতায় তা মীমাংসা করা হয়। গত মঙ্গলবার রাতের ওই ঘটনায় এলাকাবাসী বুধবার দুপুরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সান্তাহার পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে মাসুদ রানা তার বিরুদ্ধে আনা অভিযোগটি অস্বীকার বলেন, কোনও টাকা লেনদেন হয়নি, এমনিতেই মীমাংসা করে দেওয়া হয়েছে।
অভিযুক্ত বেলাল বলেন, ওই মেয়ে জমি বিক্রি করতে এসেছিল, কোনও অসামাজিক কাজ হয়নি।
ফাঁড়ি ইনচার্জ এসআই মোজাফফর হোসেন জানান, অভিযোগ পেয়েছেন; তদন্ত করে ব্যবস্থা নেবেন।
এলাকাবাসীরা অভিযোগ করেছেন, নওগাঁ সদরের খাগড়কুড়ি গ্রামের ওমর আলীর ছেলে বেলাল হোসেন নওগাঁ সদর হাসপাতালের স্বাস্থ্য সহকারী। তিনি দীর্ঘদিন পার্শ্ববর্তী সান্তাহার লোকো পশ্চিম কলোনিতে রেলের বাড়ি দখল করে বসবাস করছেন। স্ত্রী-সন্তানরা বাসায় না থাকলে তিনি অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন। এলাকার প্রভাবশালী জনপ্রতিনিধি ও অন্যদের সঙ্গে সুসম্পর্ক থাকায় কেউ প্রতিবাদ করার সাহস করেন না।
গত মঙ্গলবর দুপুরে বাড়িতে কেউ না থাকায় এক নারীকে এনে বেলাল অসামাজিক কাজে লিপ্ত হন। টের পেয়ে আওয়ামী লীগ নেতা মাসুদ রানার নেতৃত্বে একদল যুবক ওই বাড়ি ঘিরে ফেলেন। তারা এক নারীসহ বেলাল হোসেনকে আটক করেন। এ নিয়ে রাতভর আলোচনা শেষে দুই লাখ টাকায় মীমাংসা করা হয়। এর মধ্যে মধ্যস্থতাকারীদের দেড় লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
সান্তাহারের বোয়ালিয়া ইউনিয়নের ইউপি সদস্য সিদ্দিক হোসেন বলেন, শিগগিরই এলাকায় সালিশ বৈঠক করে এর প্রতিকার করা হবে।
তিনি আরও বলেন, এর আগেও বেলাল হোসেনের বিরুদ্ধে একাধিকবার নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে। প্রতিবার জরিমানা দিয়ে রেহাই পান। এ ঘটনায় এলাকাবাসী সান্তাহার পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন।