বিজ্ঞান ও প্রযুক্তি

শীতে মার্সেলের নতুন হোম এ্যাপ্লায়েন্সেস

ঢাকা, ১৭ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

দেশের অন্যতম ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল এবারের শীতে বাজারে এনেছে নতুন মডেলের কিছু হোম এ্যাপ্লায়েন্সেস। এর মধ্যে রয়েছে রাইস কুকার, ইস্ত্রি বা আয়রন, ইলেকট্রিক কেটলি, ইন্ডাকশন কুকার ও রুম হিটার।

এ বিষয়ে কর্তৃপক্ষ জানায়, এখন বাজারে মার্সেলের প্রায় ৩০ মডেলের হোম এ্যাপ্লায়েন্সেস রয়েছে। এর মধ্যে আছে ১০ মডেলের রাইস কুকার; ৫ মডেলের ব্লেন্ডার; ৪ মডেলের আয়রন বা ইস্ত্রি; ৩টি করে ইলেকট্রিক কেটলি এবং রুম হিটার; ১টি মডেলের ইন্ডাকশন কুকারসহ আরও প্রয়োজনীয় পণ্য।

Show More

আরো সংবাদ...

Back to top button