অর্থ ও বাণিজ্য

একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করল রবি-এয়ারটেল

ঢাকা, ১৭ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

একীভূত কোম্পানি হিসেবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করলো রবি ও এয়ারটে। বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

দেশের টেলিযোগাযোগ খাতের প্রথম একীভূতকরণ কার্যকর হওয়ার মাধ্যমে রবি ও এয়ারটেল এখন রবি আজিয়াটা লিমিটেড নামে পরিচালিত হবে। ‘রবি’ ব্র্যান্ডের পাশাপাশি রবি আজিয়াটার একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে থাকবে ‘এয়ারটেল’।

একীভূতকরণ প্রক্রিয়া শেষে রবি’র সিংহভাগ অর্থাৎ ৬৮ দশমিক ৭ শতাংশ মালিকানায় রয়েছে আজিয়াটা। ভারতীয় এয়ারটেলের ২৫ শতাংশ এবং বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিক জাপানের এনটিটি ডোকোমো।

একীভূত কোম্পানিটি রবি আজিয়াটা লিমিটেড নামে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। একীভূতকরণ শেষে বর্তমানে অপারেটরটির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ২২ লাখে। রবি ও এয়ারটেল একীভূত হওয়ার ফলে দেশজুড়ে কোম্পানিটির সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্কের পাশাপাশি মোবাইল ইন্টারনেট সেবায় আরো শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে। একই সাথে রবি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হিসাবে প্রতিষ্ঠিত হলো।

Show More

আরো সংবাদ...

Back to top button