
২০১৮ সালের মধ্যে উত্তরা প্রকল্পের সব ফ্ল্যাট হস্তান্তর
ঢাকা, ১৭ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের সব ফ্ল্যাট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
রাজউক কর্মকর্তারা জানান, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে ৭৯টি বহুতল ভবন রয়েছে। প্রতিটি ভবনে ৮৪টি করে ফ্ল্যাট রয়েছে। সর্বমোট ৬ হাজার ৬৩৬টি ফ্ল্যাটের মধ্যে ৫ হাজার ৭৯৬টি ফ্ল্যাট বিক্রি হয়েছে। এই ফ্ল্যাটগুলো ২০১৮ সালের ডিসেম্বরে হস্তান্তর করা হবে। বাকি ৮৪০টি প্লট বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়া হবে। এই ফ্ল্যাটগুলো পরবর্তী বছরের জানুয়ারিতে হস্তান্তর করা হবে।
মন্ত্রী বলেন, পদ্মাসেতু উদ্বোধন ২০১৮ সালের উপরে নয়। এ প্রকল্পটিও এর ওপরে যাবে না। প্রকল্পের ফ্ল্যাট হস্তান্তর করে নির্বাচন করতে পারবো।
মোশারফ বলেন, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প আমার স্বপ্ন। এতে এলে আমার প্রাণ ভরে যায়। প্রধাণমন্ত্রী থেকে এটি অনুমোদন নিয়ে এনেছি।
মন্ত্রী বলেন, আমাদের যে লেকগুলো রয়েছে তা নদীর চেয়েও বড়। আমাদের মানুষ বেশি, জায়গা কম। যদি প্লট করে বিক্রি করা হতো তাহলে কয়জন মানুষ থাকতে পারতো? এখন অনেক মানুষ থাকতে পারবে।