জাতীয়

বিস্ফোরক বিশেষজ্ঞসহ ৫ জেএমবি আটক

ঢাকা, ১৭ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

রাজধানীর উত্তরা ও আদাবর থেকে নিষিদ্ধঘোষিত জেএমবির ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় এ সব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে সারওয়ার-তামিম গ্রুপের জঙ্গি প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারী রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে পরে র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করা হবে বলেও খুদেবার্তায় জানানো হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button