
ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে মিছিল নিষিদ্ধের দাবি ছাত্রদলের
ঢাকা, ১৭ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে মিছিল-মিটিং নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্রদল। একই সঙ্গে সরকারি ছুটির দিন ও শুক্রবারে কেন্দ্রীয় গ্রন্থাগারটি খোলা রাখার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু শিক্ষার্থী। তারা জানিয়েছে, ব্যবস্থাপনায় ত্রুটির কারণে লাইব্রেরির সুফল সুষমভাবে পাচ্ছে না।
ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল নেতা আরিফ হোসেন বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন। তিনি জানান, এ দাবি নিয়ে তারা বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ঢাবিসাস) কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেছে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর রাজনৈতিক ফেলো আরিফ হোসেন আরও বলেন, ‘গ্রন্থাগার এলাকাকে যথাসম্ভব নিরিবিলি ও শব্দ দূষণমুক্ত রাখা প্রয়োজন। পাশাপাশি লাইব্রেরি চত্বরে মিটিং মিছিল বা শব্দ উৎপাদন করে, এমন যেকোনও বস্তুর ব্যবহার নিষিদ্ধ করতে হবে।’
গ্রন্থাগারটি ২৪ ঘণ্টা খোলা রাখা, সরকারি ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় খোলা রাখা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষকে আহ্বান জানান আরিফ হোসেন ।
আরিফ হোসেন জানান, বুধবার তারা গ্রন্থাগার এলাকা ও গ্রন্থাগারের ভেতরের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করা ও নতুন এক্সটেনশন নির্মাণ করার দাবি করেছেন।
ছাত্রদলের ওই সংবাদ সম্মেলনে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম ওবায়দুল ইসলাম, ছাত্রনেতা ওমর ফারুক সাফিন, বি এম নাজিম মাহমুদ, সুলতানা জেসমিন জুই, কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মওদুদ আহমেদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাইম উপস্থিত ছিলেন।