জাতীয়

দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ’

ঢাকা, ১৮ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগণের  স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
পদ্মাসেতু ব্যবহার করে দক্ষিণাঞ্চলের মানুষ দ্রুত যাতায়াত ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে যাত্রাবাড়ি এন্টারসেকশন-মাওয়া এবং পাচ্চর-ভাংগা মহাসড়ক উভয় দিকে ধীরগতি যানবাহনের জন্য পৃথক সার্ভিস লেনসহ ৪-লেনে উন্নতকরণ (পদ্মাসেতু লিংক রোড) প্রকল্পটির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পদ্মা সেতু লিংক রোড প্রকল্প কাজের উদ্বোধনে এসে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৫৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটির বাংলাদেশ সরকারের নিজেস্ব অর্থায়নের প্রায় ৬২৫২.২৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হবে। মহাসড়কটির মাঝ বরাবর ৫ মিটার প্রশস্ত মিডিয়ান থাকবে। এছাড়া এ সড়কে ৪টি ফ্লাইওভার, ৪টি রেলওয়ে ওভারপাস, ২১টি আন্ডারপাস এবং ৩টি ইন্টারচেঞ্জ থাকবে। মহাসড়কের দুপাশে ও মিডিয়ানে বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজায়ন করা হবে। ভবিষ্যতে এ মিডিয়ান ব্যবহার করে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ সময় সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহীনির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Show More

আরো সংবাদ...

Back to top button