খেলাধুলা

পিকে-শাকিরার কারণেই বার্সেলোনার বড় চুক্তি

ঢাকা, ১৮ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

সামনের মৌসুম থেকে বার্সেলোনার জার্সিতে আর থাকবে না ‘কাতার এয়ারওয়েজ’। ২০১৭ সালের জুলাই থেকে লিওনেল মেসিদের গায়ে জড়ানো জার্সিতে দেখা যাবে ‘র‌্যাকুটেন’। জাপানের ইলেক্ট্রনিক্স কম্পানির সঙ্গে চার বছরের চুক্তি করেছে বার্সেলোনা। এই প্রতিষ্ঠানটিই এখন কাতালান ক্লাবটির প্রধান কিট স্পন্সর। প্রায় ২৫০ মিলিয়ন ইউরোর নতুন এই চুক্তিটা হয়েছে জেরার্দ পিকে ও শাকিরার কারণে। এই জুটিই বার্সেলোনা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন র‌্যাকুটেনের কর্ণধার হিরোশি মিকিতানির।

ফুটবলের বাইরে পিকের ভিডিও গেমসের ব্যবসা আছে। এই ব্যবসার কারণেই মিকিতানির সঙ্গে বার্সেলোনা ডিফেন্ডার ও তার বান্ধবী শাকিরার বন্ধুত্ব। আর এই সম্পর্ক এখন বার্সেলোনার বড় এই চুক্তিতে রাখল গুরুত্বপূর্ণ ভূমিকা। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর গত প্রাক মৌসুমের সময় স্যান ফ্রান্সিসকোতে এই জুটি ডিনারের ব্যবস্থা করেছিলেন বার্তোমেউ ও মিকিতানির জন্য। ওখানেই চুক্তির প্রাথমিক বিষয়বস্তু চূড়ান্ত হয়েছিল। যদিও ২৫০ মিলিয়ন ইউরোর বিশাল চুক্তির পথ তৈরির জন্য পিকেকে কোনও ধরণের বাড়তি ‘পারিশ্রমিক’ দেওয়া হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনার ভাইস-প্রেসিডেন্ট মানেল আরোয়ো। মার্কা

Show More

আরো সংবাদ...

Back to top button