জাতীয়

মেসে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি

ঢাকা, ১৮ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

নতুন বছর থেকে মেস সদস্যদের ভাড়ার পরিমাণ ‘যৌক্তিক হারে’ নির্ধারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মেস সংঘ নামের একটি সংগঠন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে মেস সদস্যদের সঙ্গে ‘সৌজন্য’ রেখে আচরণ করার অনুরোধ জানানো হয় বাড়িওয়ালা ও অন‌্য ভাড়াটিয়াদের প্রতি।
মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সংঘের সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, মেস সদস্যরা সব সময় ‘মানসিক অত্যাচারের’ মধ্যে থাকেন।
“বাড়ির মালিক থেকে শুরু করে পাশের ফ্যামিলি ভাড়াটিয়ারাও সর্বক্ষণ তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকেন।”
ঢাকার অসংখ্য বাড়িতে মেস করে থাকা ছাত্র ও চাকরিজীবীরা মানবেতর জীবনযাপন করছেন বলেও জানান হাবিবুর।
“কোনো বাড়িতে ব্যাচেলের ভাড়া দিলেও তাদের জন্য বরাদ্দ থাকে ছয় কিংবা সাত তলা ভবনের ছাদের ছোট ছোট কক্ষ। অন্যান্য ফ্ল্যাট খালি থাকলেও বাড়ির মালিকদের কথা- ‘থাকলে থাকবেন, না থাকলে অন্য কোথাও বাসা দেখেন।”
সিটি করপোরেশনের মাধ্যমে মেসগুলোতে নাগরিক সেবা দেওয়ার ব্যবস্থা এবং বাড়ির মালিকদের ‘সৌজন্যমূলক আচরণ শেখানোর’ উদ্যোগ নেয়ার দাবি জানান সংঘের সভাপতি।

Show More

আরো সংবাদ...

Back to top button