খেলাধুলা

রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা

ঢাকা, ১৮ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টইটুম্বুর দর্শক। শুক্রবার বিপিএলের প্রথম খেলায় দর্শকদের নিজেদের দল চিটাগং ভাইকিংস জয়ে ফিরেছে। দিনের দ্বিতীয় ম্যাচে তাদের নিজেদের দল নেই। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিশ্চিত ভাবেই বেশি সমর্থন পাবে। কারণ এটি, মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু টস জিতে রংপুর রাইডার্স মাঠে নামার আগেই এগিয়ে গেল। বিপিএলে এখনো জয়হীন বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা।

দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বোলারদের সমস্যাটা একটু বেশি হয়। এবারের আসরে প্রথম জয় তুলে নিতে মরীয়া মাশরাফির দলকে সেই সমস্যার মুখোমুখি হতে হবে। এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচে জয়ের সুযোগই পায়নি কুমিল্লা। নাঈম ইসলামের রংপুর রাইডার্স বরং ভালো অবস্থায় আছে। ৪ ম্যাচের ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের দদ্বিতীয় স্থানে তারা। দারুণ স্পিন আক্রমণ তাদের। আগের ম্যাচে ব্যাটিংও জ্বলে উঠেছে। এখনো পথের দিশা না পাওয়া মাশরাফিদের তাই কঠিন পরীক্ষাই দিতে হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button