জেলার সংবাদ

মেডিকেল ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি ফেসবুকে দেয়ায় সাংবাদিক আটক

ঢাকা, ১৯ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

মেডিকেল কলেজের এক ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দেয়ার মামলায় এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

বগুড়া সদর থানা পুলিশ শুক্রবার সকালে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে। সে একটি বেসরকারী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও সংবাদ উপস্থাপক। বিকালে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্ত সাংবাদিকের পরিচয় হয়। গত ২১ সেপ্টেম্বর ছাত্রীকে ওই সাংবাদিক ঢাকার নিজ বাসায় ডেকে আনেন।

এরপর ইচ্ছার বিরুদ্ধে ওই ছাত্রীকে বাড়িতে আটকে রাখেন। পরীক্ষার কথা বলে ছাত্রী গত ১৮ অক্টোবর বগুড়ায় চলে আসেন। ২৪ অক্টোবর সদর থানায় সাধারণ ডায়েরি করেন। ৭ নভেম্বর ওই সাংবাদিক ফেসবুকে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তোলা আপত্তিকর ছবি ও নানা তথ্য ছড়িয়ে দেন।

সদর থানার ওসি এমদাদুল হক জানান, এক ছাত্রী গত ১১ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ব্লগ ও ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশের দায়ে মামলা করেন।

এর প্রেক্ষিতে শুক্রবার সকালে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বগুড়ার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত পরবর্তীতে সিদ্ধান্ত দেবেন।

তবে ওই সাংবাদিকের সহকর্মী সূত্রে জানা গেছে, ওই ছাত্রী এক প্রভাবশালী আমলার মেয়ে। নাটোরে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে হিন্দু ওই ছাত্রীর সঙ্গে সাংবাদিকের পরিচয় হয়।
পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ছাত্রী এফিডেভিটের মাধ্যমে মুসলমান হবার পর তাদের বিয়ে হয়। তারা প্রায় ২১ দিন সংসারও করেছেন।

গত ১৮ নভেম্বর শাশুড়ির সঙ্গে তিনি বগুড়ায় আসেন। ওই সাংবাদিক ফেসবুকে তাদের বিয়ের ছবি দেন। কিন্তু বাবা প্রভাবশালী হওয়ায় মেয়েকে দিয়ে সদর থানায় মামলা করিয়েছেন। মামলার সূত্রে পুলিশ সাংবাদিককে গ্রেফতার করেছে।

Show More

আরো সংবাদ...

Back to top button