রাজনীতি

‘বর্তমান সরকারের আমলে কেউ নিরাপদ নয়

ঢাকা, ১৯ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুসহ কেউ নিরাপদ নয়। সরকারি দলের মদদে আধিবাসী সাঁওতালদের ওপর হামলা, অত্যাচার ও নিপিড়ন চালিয়েছে। এ ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতে হবে। কোনো অবস্থাতে অপরাধীরা যেন ছাড় না পায় সে ব্যবস্থা সরকারকে করতে হবে।’
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের আধিবাসী সাঁওতালদের সঙ্গে পুলিশ ও (রচিক) চিনিকল শ্রমিক-কর্মচারীদের সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত সাঁওতালদের খোঁজ-খবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
আজ শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে ৯ সদস্যর প্রতিনিধি দলটি সাঁওতাল পল্লী জয়পুরপাড়া ও মাদারপুরে পৌঁছেন।
প্রতিনিধি দলটি সাঁওতাল পল্লীতে পৌঁছে প্রথমে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। এরপর জয়পুরপাড়া ও মাদারপুর সাঁওতাল পল্লীতে অবস্থান নেয়া ক্ষতিগ্রস্ত সাঁওতালদের খোঁজ-খবর নেয়। এসময় তারা ক্ষতিগ্রস্ত সাঁওতালদের মাঝে শাড়ি ও লুঙ্গিসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
প্রতিনিধি দলের সঙ্গে সাবেক মন্ত্রী বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহধর্মীয় সম্পাদক অমেলন্দু দাস অপু, জয়ন্ত কুন্ডু, জাতীয়তাবাদি ক্ষুদ্র নৃ গোষ্ঠির সভাপতি মৃগেন হাসিদক উপস্থিত ছিলেন।
এছাড়া প্রতিনিধি দলের সঙ্গে জেলা বিএনপির সভাপতি আনিছুজ্জামান খাঁন বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাব হোসেন পাতাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Show More

আরো সংবাদ...

Back to top button