
খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে গণঅভ্যুত্থান ঘটবে: শামসুজ্জামান দুদু
ঢাকা, ১৯ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাখার মতো দেশে ‘এখনও কোনো কারাগার’ তৈরি হয়নি বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন আয়োজন করে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ।
শামসুজ্জামান দুদু বলেন, ‘খালেদা জিয়া কারাগারকে ভয় পান না। তাকে রাখার মতো কারাগার দেশে এখনো তৈরি হয়নি। সরকার যদি জোর করে খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে চায় তাহলে দেশে গণঅভ্যুত্থান ঘটবে।’
দুদু বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শুধু প্রত্যাহার করলেই হবে না, আগামী নির্বাচন নিয়ে তার সঙ্গে আলোচনায় বসতে হবে।’
আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হলে তা বিএনপি মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, খালেদা ইয়াসমীন।
উল্লেখ্য, ১৫ আগস্ট জন্মদিন পালন সংক্রান্ত এক মামলায় গত বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।