রাজনীতি

তারেকের জন্মদিন পালন করবে বিএনপি

ঢাকা, ১৯ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

৫২তম জন্মদিন উপলক্ষে শনিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হবে। খালেদা জিয়া কেক কেটে আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপন করবেন।

এদিকে, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জন্মদিন উপলক্ষে এক দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প করার ঘোষণা দিয়েছে। রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করবেন সংগঠনটির চিকিৎসকরা।

খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে বলেও জানিয়েছেন দিদার।

Show More

আরো সংবাদ...

Back to top button