অর্থ ও বাণিজ্য

ভারতে তেল বিক্রিতে সৌদিকে ইরানের টেক্কা

ঢাকা, ১৮ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ভারতে তেল সরবরাহের মার্কেটে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবকে টপকে গেছে ইরান।

অক্টোবরে সৌদি আরবের চেয়ে ইরান ভারতে বেশি তেল সরবরাহ করেছে।

তেল সরবরাহ কমলেও সব মিলিয়ে প্রথম অবস্থানেই রয়েছে সৌদি আরব। এরপরেই ইরান দ্বিতীয় বৃহত্তম দেশে পরিণত হওয়ার পথে রয়েছে। বর্তমানে এ অবস্থানে রয়েছে ইরাক।

পরমাণু সম্প্রসারণ প্রকল্পের কারণে দীর্ঘদিন তেল ব্যবসায় নিষেধাজ্ঞার মুখে ছিল ইরান।

সম্প্রতি এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তেল সরবরাহে সৌদি আরবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে দেশটি।

থম্পসন রয়টার্স ওয়েল রিসার্চ অ্যান্ড ফরকাস্টস তথ্য মতে, শিপ ট্র্যাকিং ডাটা অনুযায়ী গত বছরের অক্টোবরের চেয়ে এ বছরের অক্টোবর মাসে ইরানের তেল সরবরাহের পরিমাণ তিনগুণ বৃদ্ধি পেয়েছে। তেল সরবরাহের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৮৯ হাজার ব্যারেলে।

এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গড় হিসাবে দেখা যায়, সৌদি আরব ৮ লাখ ৩০ হাজার ব্যারেল, ইরাক ৭ লাখ ৮৪ হাজার ব্যারেল ও ইরান ৪ লাখ ৫৬ হাজার ৪শ’ ব্যারেল তেল সরবরাহ করেছে।

Show More

আরো সংবাদ...

Back to top button