
স্মার্টফোন আপডেটের ক্ষতিকর দিক রয়েছে!
ঢাকা, ১৯ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
প্রায় প্রতি বছরই আইওএসের আপডেট ভার্সন আসে এবং যা ইনস্টলের জন্য মেমোরি খালি করতে আইফোন ব্যবহারকারীদেরকে ফোনে থাকা প্রায় অর্ধেক ছবি ও গান মুছে ফেলতে হয়।
তবে অপারেটিং সিস্টেমের আপডেটের মাধ্যমে আইফোনের কার্যক্ষমতায় বিরুপ প্রভাব ফেলার ক্ষেত্রে অ্যাপল কিন্তু একমাত্র দোষী কোম্পানি নয়।
এ বছরের শুরুর দিকে মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ‘বার্ষিকী আপডেট’ নিয়ে আসার পর তা ইনস্টল করে কয়েক হাজার উইন্ডোজ চালিত স্মার্টফোন হ্যাং বা ক্রাশ সমস্যা পড়েছিল।
এই সমস্যার ব্যাপারে প্রতিষ্ঠানগুলোকে সচেতন করতে পণ্য ও সেবা পর্যালোচনাভিত্তিক ম্যাগাজিন ‘হুইচ?’ একটি গবেষণা করে দেখেছে, কিছু স্মার্টফোন এবং ট্যাবলেট পিসিতে অপারেটিং সিস্টেম আপডেট করার পর কী ঘটে।
স্মার্টফোন বা ট্যাবলেটের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য যেখানে অপারেটিং সিস্টেম আপডেট করার জন্য বলা হয়, সেখানে ‘হুইচ?’ তাদের তদন্তে পেয়েছে, অনেক স্মার্টফোন বা ট্যাবলেট পিসি আপডেটের দরুন ক্ষতিগ্রস্ত হয়।
উদাহরণস্বরুপ, উইন্ডোজ ৮.১ চালিত মাইক্রোসফট সারফেল প্রো ৩ ট্যাবলেট পিসিতে উইন্ডোজ ১০ আপডেট করার পর দেখা গেছে ট্যাবলেট পিসিটি ৩০ জিবি স্টোরেজ হারিয়েছে। ৩০ জিবি স্টোরেজ ফ্যামেলি ফটো অ্যালবাম রাখার জন্য যথেষ্ট।
স্যামসাংয়ের গ্যালাক্সি এস২ ৯.৭ মডেলের একটি ট্যাবলেট পিসি অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ থেকে মার্সম্যালো ৬.০ তে আপডেট করার পর দেখা গেছে ৩ জিবি স্টোরেজ হারিয়েছে।
অপারেটিং সিস্টেম আপডেটের ফলে স্টোরেজ হারানো একমাত্র সমস্যা নয়। ‘হুইচ?’ তাদের গবেষণায় পেয়েছে, অপারেটিং সিস্টেম আপডেট কিছু ডিভাইসের ব্যাটারি লাইফেও বিরূপ প্রভাব ফেলে। উদাহারণস্বরুপ, গুগলের নেক্সাস ৬পি স্মার্টফোনে দেখা গেছে অ্যান্ড্রয়েড মার্সম্যালো ৬.০ থেকে নোগাট ৭.০ তে আপডেট করার পর ইন্টারনেট ব্রাউজিং ৭১৬ মিনিট থেকে ৫৩৫ মিনিটে নেমে এসেছে। অর্থাৎ প্রায় ৩ ঘণ্টা ব্যাটারি লাইফ কমেছে।
অ্যাপলের একটি আইফোন ৬ এর ব্যাটারি লাইফ কমেছে ৩৪ মিনিট। ৭০২.৫ মিনিট থেকে কমে হয়েছে ৬৬৪.৫ মিনিট, আইওএস ৮ থেকে আইওএস ১০ আপডেট করার পর।
এই সম্ভাভ্য ঝুঁকি থাকা সত্ত্বেও অপারেটিং সিস্টেম আপডেট গুরুত্বপূর্ণ কারণ আপডেট ভার্সনে উন্নত বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকে- যেমন ডিভাইসের জন্য উন্নত সিকিউরিটি সুবিধা।
এজন্য ‘হুইচ?’ এর পরামর্শ হচ্ছে, নতুন আপডেট উন্মুক্ত হওয়ার পর তা সঙ্গে সঙ্গে ইনস্টল না করে কয়েক সপ্তাহ অপেক্ষা করে এরপর ইনস্টল করার। কারণ নতুন আপডেট ভার্সনের শুরুতে কোনো সমস্যা থাকলে এ সময়ের মধ্যে তা সমাধান হয়ে যাবে।
ম্যাগাজিনটি আরো জানিয়েছে, ডিভাইস আপডেট করার ক্ষেত্রে সম্ভাব্য প্রভাবগুলো নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর আরো বিস্তারিত ব্যাখা প্রকাশ করা উচিত। এবং নতুন ভার্সন যদি ব্যবহারকারীর ভালো না লাগে, তাহলে পুরোনো ভার্সনে প্রত্যাবর্তনের সুযোগ থাকা উচিত।
‘হুইচ?’ এর সম্পাদক রিচার্ড হেডল্যান্ড বলেন, ‘আমাদের সর্বশেষ গবেষণায় দেখা গেছে, অপারেটিং সিস্টেম আপডেট মানে স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির কর্মক্ষমতা বৃদ্ধি যেমন বলা হয়, তেমনি এর বিপরীত প্রভাবটাও সত্য হতে পারে। অপারেটিং সিস্টেম আপডেটের সুবিধা জানানোর পাশাপাশি কোনো সম্ভাব্য ঝুঁকি থাকলে, তা প্রতিষ্ঠানগুলোর প্রকাশ করা উচিত।’