লাইফস্টাইল

চুল পড়বে না শীতে

ঢাকা, ১৯ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

শীতের বাতাস বইতে শুরু করেছে প্রকৃতিতে। শীতকালে ত্বকের পাশাপাশি চুলও হয়ে পড়ে রুক্ষ ও বিবর্ণ। খুশকির পাশাপাশি বেড়ে যায় চুল পড়া। এছাড়া চুল ভেঙে যাওয়াসহ আরও নানা সমস্যায় পড়তে হয় চুল নিয়ে। শীতে কয়েকটি বিষয়ের উপর নজর দিলে চুল পড়বে না আর।

জেনে নিন বিষয়গুলো কী কী-

  • গোসল করার আগে চুল চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিন জট ছাড়িয়ে নিন। গোসলের পর ভেজা চুল আঁচড়াবেন না।
  • রাতে ঘুমানোর আগে চুল আঁচড়ান। আঙুলের সাহায্যে হালকা করে কিছুক্ষণ ম্যাসাজও করে নিন। এটি চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়াতে সাহায্য করবে ও চুল পড়া বন্ধ করবে।
  • অতিরিক্ত গরম পানি চুলে লাগাবেন না। কুসুম গরম পানি দিয়ে গোসল করুন।
  • ভেষজ শ্যাম্পু ব্যবহার করুন। কেমিক্যালযুক্ত শ্যাম্পু এ সময় চুল আরও বেশি রুক্ষ করে তোলে।
  • চুলের গোড়ায় কন্ডিশনার ব্যবহার করবেন না। কেবল চুলের শেষ অংশে লাগান কন্ডিশনার।
  • সপ্তাহে একদিন হট অয়েল ট্রিটমেন্ট করুন চুলে। এটি প্রাণহীন চুলের জৌলুস ফিরিয়ে আনবে।
  • পেঁয়াজের রস মাথার তালুতে ঘষে ঘষে লাগান। এটি চুল পড়া বন্ধ করবে।
  • হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। প্রাকৃতিক বাতাসে চুল শুকানোর চেষ্টা করুন।
Show More

আরো সংবাদ...

Back to top button