
শহীদ মিনারের সামনে ময়লার স্তূপ
ঢাকা, ১৯ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
সকাল সাড়ে ১১টা, কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্বপাশে জটলা করে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছিল কয়েক যুবক। সকলেরই প্রশ্ন, ভাষা আন্দোলনের প্রতীক এই শহীদ মিনারের পাদদেশে ময়লা আবর্জনা কে বা কারা ফেলেছে?। কোথায় মেয়র, কোথায় সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা?
এরই মাঝে যোগ দেন ওষুধ কোম্পানির কয়েকজন প্রতিনিধি। তারাও ওই যুবকদের সঙ্গে তাল মিলিয়ে উষ্মা প্রকাশ করে বলেন, ভাষা শহীদদের স্মৃতি বিজড়িত এ জায়গাটিতে কে বা কারা এভাবে ময়লা ফেলে রেখেছে, তা তদন্ত করে দেখা উচিত।
ময়লার স্তূপ দেখে রিকশা, মোটরসাইকেল ও মোটরকার থেকেও অনেকে সেদিকে তাকিয়ে দেখছিলো। বেলা পৌনে ১১টাায় সেখানে ডিএসসিখসির একটি গাড়ি এসে ময়লা আবর্জনা সরানোর কাজ শুরু করে।
চালক শ্যামচরণ রায় বলেন, ময়লা কোথা থেকে এসেছে তা তারা জানেন না। তবে গাছের পাতা, আইসক্রিমের কৌটা ইত্যাদি দেখে মনে হয় শহীদ মিনারের চারপাশের ময়লা এনে এখানে ফেলা হয়েছে। তবে ডিএসসিসির কয়েকজন কর্মী এক ট্রাক ময়লা ফেলার পরও সেখানে পড়েছিলো আরো ময়লা।