
শিশুর প্রতি নির্মমতা, মরদেহ উদ্ধার
ঢাকা, ১৯ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রামে চোখ উপড়ে ফেলা জুয়েল (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে ভাটচান্দা গ্রামের শহিদুর রহমানের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভাটাচান্দা কবরস্থান কমিটির উদ্যোগে শুক্রবার রাতে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। জুয়েলও সেই ওয়াজ মাহফিল শুনতে যায়। রাতে ওয়াজ মাহফিল শেষ হলেও জুয়েল বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে আশপাশের সকল এলাকায় খোঁজ নেয়।
তবে রাতে জুয়েলের কোন খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার ভোরে স্থানীয়রা কবরস্থানের পাশে ধান ক্ষেতে জুয়েলের চোখ উপড়ে ফেলা মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
টাঙ্গাইল মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।