খেলাধুলা

‘টেস্ট ব্যাটিং’ দেখে ক্ষুব্ধ মাশরাফি

ঢাকা, ১৯ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

দল হারলেও সতীর্থদের দোষ না দিয়ে ঢাল হয়ে দাঁড়ানোটাই মাশরাফি বিন মর্তুজার স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু কাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের হারের পর সংবাদ সম্মেলনে এসে আহমেদ শাহজাদ ও মারলন স্যামুয়েলসের দিকেই অভিযোগের আঙুল কুমিল্লা দলপতির। ক্ষোভের সঙ্গেই বললেন, ‘আমরা তো টেস্ট ক্রিকেট বানিয়ে ফেলেছি।’ যে উইকেটে আগের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সাড়ে তিন শর ওপরে রান হয়েছে সেখানে ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ১২২ রান তোলায় শাহজাদ ও স্যামুয়েলসের ধীরগতির ব্যাটিংকেই দুষলেন মাশরাফি, ‘টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করলে লো-স্কোরিং হবে—এটাই তো স্বাভাবিক। দিনের ম্যাচ দেখে মনে হচ্ছিল রাতে এখানে দুই শ করা যাবে এবং করলেও সেটা ডিফেন্ড করা কঠিন হবে। কিন্তু ব্যাটিং দেখে তো তা মনে হলো না। ঢাকায় এর চেয়ে স্লো উইকেটেও আমরা ১৩০ রান করেছি। কেন এসব হচ্ছে কোনো ব্যাখ্যা নেই।’

টেস্ট ব্যাটিং বলতে মাশরাফি বুঝিয়েছে শেষ ১০ ওভারে হাতে ৮ উইকেট থাকার পরও এই দুজনের ধীরগতির ব্যাটিংকে, ‘১০ ওভার শেষে আমাদের রান যখন ৪৬ তখন অলআউট খেলা উচিত ছিল। এই উইকেটে রাতে বল করা খুব কঠিন, ১৫০ রান না হলে জেতার কোনো সুযোগই নেই। শেষ ১০ ওভারে ১০০ হলে আমাদের রান হতো ১৫০। প্রথম ১০ ওভারে যখন ভালো রান ওঠেনি তখন শেষ ১০ ওভারে সুযোগটা নেওয়া উচিত ছিল।’ স্যামুয়েলস করেছেন ৪৫ বলে ৫২ আর শাহজাদ ৪৬ বলে ৫২। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ এই দুই ক্রিকেটার এমন ব্যাটিং স্বর্গে কেন এমন ব্যাটিং করলেন সেই ব্যাখ্যা দলীয় বৈঠকে চাওয়ার কথা বলে গেলেন মাশরাফি, ‘কথা তো আমাদের বলতেই হবে। জানতে চাওয়ার ব্যাপার আছে, কেন এমন হলো। দলীয় বৈঠকে তারাও জানাবে উইকেটে কী সমস্যা হচ্ছিল। উইকেট যেমনই হোক ১০ ওভারে ৪৫ রানের পর ৮ উইকেট হাতে রেখে ব্যাটসম্যানদের আক্রমণাত্মক খেলতেই হবে। আমরা জানি না মাঠের ভেতর কী হয়েছিল, তবে আলোচনা করে সেটা জানার চেষ্টা করব।’ এমন ব্যাটিংয়ের আড়ালে ঢাকা পড়ে গেছে স্যামুয়েলসের শাহজাদের ক্যাচ ছাড়া আর উদ্বোধনী জুটিতে ইমরুল কায়েস ও লিটন দাশের টানা ব্যর্থতা। সব মিলিয়ে অনেক সমস্যায় ভারাক্রান্ত কুমিল্লা ভিক্টোরিয়ানস বের হতে পারছে না হারের বৃত্ত থেকে। তাইতো স্বভাবসুলভ চেহারার বদলে ক্ষুব্ধ ভূমিকায় মাশরাফিও।

Show More

আরো সংবাদ...

Back to top button