খেলাধুলা

এএইচএফ কাপ হকিতে বাংলাদেশের শুভ সূচনা

ঢাকা, ১৯ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

এএইচএফ কাপ হকিতে স্বাগতিক হংকংকে ৪-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
খেলার ২২ ও ২৫ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নারে দলকে দুই গোলে এগিয়ে দেন বাংলাদেশের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন। ৩৩ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। জিমির এই গোলটি আসে পেনাল্টি স্ট্রোক থেকে। প্রথমার্ধের শেষ মিনিটে সাঙ কিন কান পেনাল্টি কর্নারে ব্যবধান কমান।

দ্বিতীয়ার্ধেও সাত বা খেলার ৪২ মিনিটে সিউ চুং মিং আরেকটি ফিল্ড গোল করলে ম্যাচে হংকংয়ের প্রাধান্য দেখা দেয়। তবে ৫২ মিনিটে জিমি নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করলে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে বাংলাদেশই।

Show More

আরো সংবাদ...

Back to top button