রাজনীতি

সংখ্যালঘুদের উপর নির্যাতন ইসলাম পরিপন্থী: বাবলা

ঢাকা, ২০ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলা শুধু মানবতাবিরোধী নয়, এটা ইসলামেরও পরিপন্থী কাজ। প্রকৃত মুসলমানদের কাছে সংখ্যালঘুরা সবসময় পবিত্র আমানত। তাদের সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিধান করা ইসলাম ধর্মের বিধান।
শনিবার রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর ওলামা পার্টি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাবলা বলেন, নাসিরনগর-গাইবান্ধাসহ সারাদেশে সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলার ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। যারা ইসলামের নাম করে এসব অপকর্ম করছে তারা মূলত ইসলামের শত্রু। কারণ কোনো মুসলমান কোনভাবেই অন্য ধর্মের লোকজনকে আঘাত করতে পারে না। ঢাকা মহানগর ওলামা পার্টির সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ওলামা পার্টির কেন্দ্রীয় সভাপতি ক্বারী হাবিব উল্লাহ বেলালী, ওলামা পার্টির সাধারণ সম্পাদক খন্দকার শফিউদ্দিন ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী এমএ সালাম প্রমুখ।
Show More

আরো সংবাদ...

Back to top button