বিনোদন

পুলিশ সদস্য থেকে গায়িকা

ঢাকা, ২০ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

পুলিশের এসআই হিসেবেই সহকর্মীরা চেনেন ইথিকে। কিন্তু এর বাইরে ইথির অনন্য গুণ তাঁকে আলাদাভাবে উপস্থাপন করেছে। পুলিশ সদস্যদের সংস্কৃতি অঙ্গনে বিচরণ নতুন কিছু নয়। ডি এ তায়েব একজন পুলিশ কর্মকর্তা হলেও তাকে দেশের মানুষ চেনে অভিনেতা হিসেবে। এবার ইথিও নিজেকে চেনালেন শুধু তিনি একজন দায়িত্বপরায়ণ পুলিশ সদস্য হিসেবে নন, সুকণ্ঠী গায়িকা হিসেবেও।

ম্প্রতি গহীন বনে শিরোনামে ইথির একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। তবে এর আগে তিনটি মিশ্র অ্যালবামে গান করার সুযোগ পেয়েছেন। যদিও সঠিক প্রচারণার অভাবে সেগুলো শ্রোতাদের কাছে সেভাবে পৌঁছাতে পারেনি।

পুরো নাম সাফিয়া আফরোজ ইথি। কর্মরত আছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে।  পুলিশি কর্তব্যের পাশাপাশি গান নিয়েও এগিয়ে যেতেন। দেখেন অনেক স্বপ্ন। সম্প্রতি রাজীব হোসাইনের কথা-সুর-সংগীতে ‌’গহীন বনে’ বনে নামের লোক ধাঁচের গান করেছেন। ইতিমধ্যে ইউটিউবে অবমুক্ত করা হয়েছে ভিডিওটি। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

শিল্পকলা একাডেমি থেকে বহু আগেই নিয়েছেন নাচের তালিম। কিশোরবেলায় দেশাত্মবোধক ও লোকগীতির জন্য গোল্ড মেডেলও পেয়েছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button