বিনোদন

শাকিব-বুবলীর নতুন খবর

ঢাকা, ২০ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

শাকিব-বুবলী জুটির জমকালো সূচনার পর কোনও এক অজানা কারণে সেটি প্রায় থমকে গেছে।

‘বসগিরি’ আর ‘শুটার’-এর পর এই জুটির টালি খাতায় বেশকিছু ছবির নাম উঠলেও সেসবের কোনও অগ্রগতির খবর মিলছে না। উল্টো বাতাসে ভাসছে জুটি ভাঙার জোর খবর।

তবে শেষ খবর হলো, এই জুটি এখনও টিকে আছেন। পরিচালক শাহাদাত হোসেন লিটন দিলেন সেই খোঁজ। তিনি জানান, নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে দুজনকে চুক্তিবদ্ধ করেছেন সম্প্রতি।
শাকিব-বুবলী জুটিকে নিয়ে ছবি নির্মাণ প্রসঙ্গে লিটন বলেন, ‘জুটি হিসেবে শাকিব-বুবলির বিকল্প নেই এখন। তাদের প্রথম দুই ছবি দর্শক ভালোই গ্রহণ করেছে। সে বিবেচনায় এবার আমিও তাদেরকে নিয়ে ছবি করার সিদ্ধান্ত নিয়েছি।’
পরিচালক আরও জানান, ছবিটির কাহিনি-চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। তুষার কথাচিত্রের ব্যানারে নির্মিতব্য ছবিটির শুটিং শুরু হবে আগামী ১০ জানুয়ারি থেকে।

Show More

আরো সংবাদ...

Back to top button