
এবার নগ্ন হয়ে বিজ্ঞাপনে বাণী-রণবীর!
ঢাকা, ২০ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
মুক্তির আগেই অনেক আলোচনায় চলে এসেছে রণবীর সিং এবং বাণী কাপূর অভিনীত নতুন সিনেমা ‘বেফিকরে’। কারণ একটাই, ‘চুমু’। সিনেমায় অতিরিক্ত চুমুর দৃশ্য রয়েছে।
প্রয়োজনের অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্য থাকলেই সেন্সর বোর্ড আপত্তি তুলে সেখানে কাঁচি চালিয়েছে। বাদ দিতে হয়েছে আপত্তিকর সেসব দৃশ্য।
তবে কোনো আপত্তি ছাড়াই ছাড়পত্র পেয়েছে ‘বেফিকরে’।
আগামী ৯ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
রণবীর এবং বাণী কাপূরের কেমিস্ট্রি টিজার এবং ট্রেলরেই পছন্দ করেছেন দর্শক। কিন্তু এ বার উত্সাহের পারদ আরও চড়ল। কারণ তারা নাকি নগ্ন হলেন! তবে এর সঙ্গে নাকি ছবির কোনো সম্পর্ক নেই! তা হলে আসল কারণটা কী?
আসলে সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন এই জুটি। যেখানে মূল মেসেজ ছিল সিনেমা হলে দর্শকদের ডু’জ অ্যান্ড ডোন্ট’স।
অর্থাত্ টিম ‘বেফিকরে’ দর্শকদের কাছ থেকে ঠিক কী আশা করছেন। থিয়েটার হলে দর্শকদের সঠিক ব্যবহার কী হওয়া উচিত তা-ই দেখানো হয়েছে ওই বিজ্ঞাপনে।
যেটা দেখে বি-টাউনের একটা বড় অংশ বলছে, খুব ভালোভাবে দর্শকদের শিক্ষিত করা গছে, তাদের কাছে পৌঁছে দেয়া গেছে সঠিক বার্তা। সেখানেই রণবীর-বাণীকে দেখা যাবে নয়া অবতারে।