
ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার
ঢাকা, ২০ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
মাদারীপুরের কালকিনিতে ধর্ষণের মামলায় আব্দুস সালাম খান (৪০) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মাদারীপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সালাম খান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, উপজেলার বালীগ্রাম এলাকার ঘুঙ্গিয়াকুল গ্রামের মো. কাঞ্চন আলী খানের ছেলে আব্দুস ছালাম খান বিয়ের প্রলোভন দেখিয়ে একটি জাল হলফনামা তৈরি করে এনায়েত নগর এলাকায় ইচাগুরা গ্রামের আলাউদ্দিন বোপারীর মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। এতে ওই মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ খবর এলাকাবাসীর মাঝে জানাজানি হলে অন্তঃসত্ত্বা ওই মেয়ে স্বামীর স্বীকৃতি দাবি করে ধর্ষক সালাম খানের বাড়িতে অবস্থান করে। কিন্তু সালাম খান তাকে স্ত্রী হিসেবে মেনে না নিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। পরে ওই মেয়ে বাদী হয়ে গত ০৫/১০/১৬ইং তারিখে আব্দুস সালাম খানের বিরুদ্ধে মাদারীপুর কোর্টে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় শনিবার দিবাগত রাতে কালকিনি থানার এসআই মো. জসিম উদ্দিন ওই বিএনপি নেতাকে মাদারীপুরের নিজ বাসা থেকে গ্রেফতার করেন।
মেয়েটির বাবা আলাউদ্দিন বেপারী বলেন, প্রতারণার আশ্রয় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আব্দুস সালাম খান বহুদিন ধরে আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমার মেয়ে এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। তাকে এখন সালাম খান মেনে নিচ্ছে না।
এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, বিএনপি নেতা সালাম খানকে ধর্ষণের মামলায় গ্রেফতার করে রোববার জেল হাজতে পাঠানো হয়েছে।