বিনোদন

আবারো জুটি বাঁধলেন নোবেল-শখ

ঢাকা, ২০ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

সংগীতের অনেক তারকাই আজকাল অভিনয়ে নাম লেখাচ্ছেন। নওশিনের মতো জনপ্রিয় অভিনেত্রীও এসেছেন রেডিও জকির অভিজ্ঞতা নিয়ে। সম্প্রতি অভিনেত্রী শখ তার স্বামী নিলয়কে নিয়ে একটি রেডিওতে আরজে হিসেবে শুনিয়েছেন তাদের ভালোবাসা ও সুখের গল্প।

তবে এবার আরজে চরিত্রে অভিনয়ও করলেন শখ। সাব্বির চৌধুরীর গল্প অবলম্বনে ‘হ্যালো আরজে’ নামের নাটকটি লিখেছেন তানিন রহমান। এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

এখানে জনপ্রিয় মডেল ও অভিনেতা নোবেলের বিপরীতে অভিনয় করেছেন শখ। দ্বিতীয়বারের মতো নাটকে জুটি হলেন নোবেল-শখ। আর নাটকে শখের বসের চরিত্রে দেখা যাবে আনন্দ খালেদকে।

গতকাল শুক্রবার থেকে শুটিং শুরু হয়েছে। রাজধানীর মহাখালীসহ নানা লোকেশনে নাটকটির শুটিং হচ্ছে।

পরিচালক জানালেন, শিগগিরই নাটকটি যে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button