জেলার সংবাদ

অভিনব কৌশলে হাসপাতাল থেকে ৮ দিনের শিশু চুরি

ঢাকা, ২১ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

যশোরে আটদিন বয়সী এক শিশুপুত্র চুরির ঘটনা ঘটেছে। রোববার সন্ধা সাড়ে ৭টার দিকে  ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

এক নারী শিশুটির পরিবারকে চিকিৎসা সহায়তাবাবদ টাকা দেয়ার জন্য ছবি তোলার কথা বলে কৌশলে সদ্যজাত শিশুটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের কর্মচারী নুরু মিয়াকে আটক করেছে।

হাসপাতাল সূত্র মতে, যশোরের কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের রেজাউল করিমের স্ত্রী তহমিনা বেগম (২০) অসুস্থ হয়ে ১৯ নভেম্বর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন।

শিশুটির মা তহমিনা জানান, ৮দিন আগে বাড়িতে তার শিশুসন্তান প্রসব হয়। এর পর অসুস্থ হওয়ায় স্বজনরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে শনিবার তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

কেশবপুর থেকে সিএনজিযোগে যশোরে আসার সময় একটি অপরিচিত বোরখা পরিহিত মহিলা তাকে সহায়তার কথা বলেন।

রোববার সন্ধ্যা সাতটার দিকে সেই অজ্ঞাতনামা নারী ওয়ার্ডে গিয়ে তহমিনাকে বলেন, নিচে মাইক্রোবাসে স্যার বসে আছেন। আপনাদের টাকা দিবেন। এ জন্য ছবি তুলতে হবে। তখন শিশুটির নানী ফিরোজা শিশুকে নিয়ে ওই নারীর সাথে যান।

তাদেরকে শহরের বেসরকারি কুইন্স হাসপাতালের তিন তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে নানীকে বসতে বলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যান।

পরে শিশুটির পিতা রেজাউল ইসলাম থানায় খবর দিলে পুলিশ কুইন্স হাসপাতাল থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করে।

যশোর কুইন্স হাসপাতালের ম্যানেজার মিঠু সাহা বলেন, ভিডিও ফুটেজ পেনড্রাইভে করে পুলিশকে দেয়া হয়েছে।

কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, শিশু চুরির ঘটনা ঘটেছে। এখনও উদ্ধার হয়নি। হাসপাতালের একজন কর্মচারীকে থানা আনা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button